• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে শিক্ষককে লাঞ্চিত 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:৩২ পিএম;
বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে শিক্ষককে লাঞ্চিত 
বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে শিক্ষককে লাঞ্চিত 

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় ছাত্রদল নেতা পরিচয়ে  স্কুল শিক্ষককে লাঞ্ছিত ও মারধর চেষ্টার করেছে সাঈদ সারোয়ার শুভ নামের এক যুবক। সোমবার (৭ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুরের কামানখোলা অলিউল্যাহ মুসলিম পলিটেকনিক একাডেমীতে ঘটনাটি ঘটে। রড হাতে বিদ্যালয়ে প্রবেশের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে শিক্ষার্থীরা। .

অভিযুক্ত সাঈদ সারোয়ার শুভ নিজেকে ছাত্রদলের নেতা দাবি করেন। সে সদর উপজেলার কামানখোলা বাজার এলাকার আবদুল আজিজের ছেলে।.

 .

জানা গেছে, ঘটনার সময় বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছে৷ সভা চলাকালে লুঙ্গি পরিহিত অবস্থায় হাতে এসএস পাইপ নিয়ে স্কুলে প্রবেশ করে। এসময় প্রধান শিক্ষক ও অন্যান্য কয়েকজন শিক্ষককে গালমন্দ, লাঞ্ছিত ও মরধরের চেষ্টা করে।  এ ঘটনার কিছুক্ষণ পর স্কুলে যায় শুভ'র বাবা আজিজুর। তিনিও প্রধান শিক্ষককে শারিরীকভাবে লাঞ্ছিত করেন।.

 .

শিক্ষক সেলিম রেজা সময়ের কন্ঠস্বরকে বলেন, বিদায় অনুষ্ঠান চলাকালে স্কুলে প্রবেশ করে ওই যুবক। এসময় তার হাতে এসএস পাইপ ছিল। তখন সে শিক্ষকদের গালমন্দ করতে থাকে। পরিচয় জানতে চাইলে আমাকে ও অন্যান্য শিক্ষককে মারধরের চেষ্টা করে। .

 .

স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ ভুইয়া সময়ের কন্ঠস্বরকে বলেন, শুভ স্কুলে ঢুকেই গালমন্দ করতে থাকে। কেন এমন অশ্লীল আচরণ করছে, জানতে চাইলে আমাকে মারতে তেড়ে আসে সে। শুধু শুভ নয়, তাঁর বাবাও আমাকে লাঞ্চিত করে এবং মারধরের চেষ্টা করে। আমি বিষয়টি ইউএনও এবং শিক্ষা কর্মকর্তাকে জানাবো।.

 .

স্কুল পরিচালনা কমিটির সদস্য মাকসুদুর রহমান সময়ের কন্ঠস্বরকে বলেন, শুভদের পূর্বের ওয়ারিশ গণ স্কুলে জমি দান করেছেন। এজন্য তাঁর দাবি, আজকের প্রোগ্রামে দাওয়াত না দিয়ে তাকে শিক্ষকরা অপমান করেছেন। এতে শুভ ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠান চলাকালে ঘটনাটি ঘটিয়েছে। যা খুবই নিন্দনীয়। তাছাড়া শুভদের পরিবারের একাধিক সদস্য এই স্কুলে চাকরি করছেন। .

 .

অভিযুক্ত শুভ'র বাবা ও  শ্রমিক দলের নেতা আজিজুর রহমান সময়ের কন্ঠস্বরকে বলেন,  প্রধান শিক্ষক আওয়ামী লীগের দোষর। তিনি বিগত দিনে স্কুলের আয় ব্যয়ের হিসাব স্বচ্ছভাবে দেয়নি। সব লুটপাট করে খেয়েছে। এখনো একই কাজ করে যাচ্ছে। তবে শিক্ষকদের সঙ্গে ঘটে যাওয়া আজকের ঘটনার কোন জবাব দেননি তিনি।.

 .

সাঈদ সারোয়ার শুভ বাবার মতো একই কথা বলেন। তিনিও অভিযোগের বিষয়ে কোন কথা বলেনি। .

 .

সদর উপজেলা পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মিজান সময়ের কন্ঠস্বরকে বলেন, শুভ ছাত্রদলের কর্মী। তবে কোন দায়িত্বে নেই। এজন্য তাকে বহিস্কার কিংবা কোন ধরনের শাস্তি দেওয়া সম্ভব নয়। তার অপরাধের ধায় দল নিবে না।.

 .

 .

এবিষয়ে সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা'র সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি। . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ